– কিহহ, এই পিচ্চি মেয়েটিকে আমার ঘরের বউ বানিয়ে আনবো? না।” কথাটি বেশ ধমকে বলেন সর্ণালি। ধমক শুনেই ভড়কে উঠেন অর্সা নিজেকে সামলিয়ে দাঁড়িয়ে শান্ত গলায় বলেন,, মেয়েটির মা বাবার সাথে আমার অনেক পুরোনো সর্ম্পক ভাবী, মেয়েটি কেও ছোট থেকেই দেখে আসছি ৩৬ গুণ সম্পন্ন মেয়ে চুপচাপ, শান্তশিষ্ট, নম্র, ভদ্র মেয়ে তারপর বেশ সুন্দরী,
গাড়ি থেকে নামিয়ে কিছু মহিলা এসে সোজা রুমে নিয়ে গেল নিনি কে। মুখটা এখনো বড় ঘোমটা দিয়ে ঢাকা আশপাশ কিছুই দেখতে পারছে না সে। রুমের এক কোণায় বসিয়ে চলে গেল তারা। ভয় লাগতে শুরু করলো তার কেননা তার বাবা তাকে গাড়িতে উঠানো আগে বলেছিল,,
সিনান কল করতেই জানতে পারে এনোন অনেক সকালেই অফিসে চলে গিয়েছে। সর্ণালি কিছুটা স্বস্তিত্ব আনুভব করলেন বাকি মহিলারাও নিনির দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছেন। যেমন কি সে বের করে দিয়েছে তার বর কে। সিনান মোবাইল রেখে বলে,, নাস্তা করে নেন সবাই।” বলে সবাই কে বসতে ইঙ্গিত করে।
এনোনের মুখ শক্তপোক্ত হয়ে যায় পকেট থেকে হাত সরিয়ে নিনির কাছে এগিয়ে আসতে আসতে বলল,, সাহস তো তোমার অনেক বেশি দেখি, দাঁড়াও কি করি তোমার সাথে দেখ।” নিনি চমকে উঠে তাকে এগিয়ে আসতে দেখে বুঝতে পারলো সে অতিরিক্তই বলে ফেলেছে। নিনি পিছাতে পিছাতে ঘাবড়ে বলল,,
সর্ণালি রান্নাঘরে এসে নিনি কে বলে,, তোমার আজ রান্না করতে হবে না, তুমি গিয়ে পরিপাটি হয়ে থাকো।” বলেই চলে যায় সর্ণালি। নিনির এখন চিন্তার ভর ধরেছে না জানি কি হয় তার এই মহিলাটির সাথে। নিনি আর রান্নাঘরে দাঁড়ালো না সে রুমে চলে যায়।
একদন্ড সূর্যের কিরণে ঘুম ভেঙে আসে ঘুমন্ত পরীর। নিজেকে কম্বল মুড়ানো অবস্থায় দেখে ভ্রু কুটি করে নেয় সে। নিজের পায়ে ভারি কিছু অনুভব করতে পারে। মাথা উঁচিয়ে দেখতেই দেখে এনোন তার পা জোড়া জড়িয়ে ধরে সেখানেই মাথা রেখে নিচে পাশ হেলান দিয়ে বসে ঘুমোচ্ছে।
সর্ণালি কিছু একটা বলতে চেয়েও বলল না। হয়ত সবার মুড খারাপ হয়ে যাবে যাওয়ার আগে। এনোন গাড়িতে বসতেই দেখে সিনান ও নিনি পেছনের সিটে বসেছে এনোন বিরক্ত ভঙ্গিতে পেছনে ফিরে বলে,, তোমাদের ড্রাইবার না আমি, কেউ একজন আমার পাশে বসো।” বলে সামনে ফিরে সে।
বিন্দু পরিমাণ কিরণ আকাশ ভেদ করে পড়ে আবার পুণরায় ফেরত যাচ্ছে। বষর্ণের খেলা তখনও চলছে। হঠাৎ হঠাৎ মেঘ গর্জন করাতে বার বার কেঁপে উঠছে নিনি। এক রাশ অভিমান তার চোখে মুখে। ল্যাগেজ নিয়ে পার্কের এক কোণায় সিটে বসে আছে সে।
দুই দিন নিনির এমন উদ্ভট ব্যবহার এনোন কে চিন্তিত করে তুলছে। হঠাৎ তার কি হলো? এতোই পরিবর্তন তাও ওই রাতের পর থেকে? নাকি তার উপর কোন জ্বিন ভূত আছর করছে? ল্যাপটপ দেখে দেখে চিন্তা করছে এনোন। তার কাজে মনোযোগ নেই।
মুহূর্তের মধ্যে মেজাজ বিগড়ে যায় এনোনের সে বাঁকা হেঁসে চট করে সেই হাতটি ধরে বলল,, আমি কি সেটা তোমাকে ভালোভাবেই বুঝিয়ে দিব আজ।” বলেই নিজের মুখ এগিয়ে নিয়ে নিনির মুখের কাছে। নিনি হচকচিয়ে ভয়ে চোখ খিচে বন্ধ করে নেয়।