অঙ্গারের নেশা | পর্ব – ৩০

গমগমিয়ে বৃষ্টির আওয়াজ রোজকার মতো আজ আর স্নিগ্ধ মোহময় হয়ে ধ্বনিত হচ্ছে না। বৃষ্টির ফোঁটা গুলো শোনাচ্ছে কোনো এক কিশোরীর আর্তনাদের ন্যায়। এমনটাই অনুভূত হচ্ছে কাঁচের তৈরি আবদ্ধ কক্ষে।
মাথায় ভারী জিনিস রাখা এমন লাগছে প্রানেশার।
ঘ্রাণ শক্তি লোপ পেয়েছে। নাকি, এখানে ঘ্রাণের কোনো উৎসই অবশিষ্ট নেই! বুঝতে পারছে না প্রানেশার অবচেতন মন৷
চেতনা ফিরেনি এখনো তার। ঘুমঘুম দেহে নরম শরীরটা উঠিয়ে বসালো প্রানেশা। চোখ কচলে নিলো।
চারপাশে হালকা ঝাড়বাতির আলো ৷ চোখ মেলতেই চারপাশের পরিবেশ অচেনা মনে হলো। পুরো রুমের নকশাই আলাদা৷ রুম বললে বোধ হয় ভুল হবে৷ এত বড় রুম হয়! কেমন গা ছমছমে।
ঘুমের ঘোর কাটতেই মনে পড়লো সে তো পরীক্ষার হলের বাহিরে দাঁড়িয়ে ছিলো। ইভানান হঠাৎ তার মুখে রুমাল চেপে ধরলো। তারপরই সব অন্ধকার। অর্থাৎ,তাকে ইভানান কিডনেপ করে ফেলেছে।
সুফিয়ান নিশ্চয়ই খুঁজছে তাকে! সুফিয়ান কী জানে ইভানানের এই জঘন্য অপরাধের কথা? মনে একের পর প্রশ্ন দলা পাকিয়ে বেরিয়ে এলো। বিছানা থেকে নামতে নিতেই চমকে উঠলো। একি! তার পা অবশ হয়ে আছে। পা পাথরের মতোন লাগছে। অদ্ভুত! কোনো অনুভূতি হচ্ছে না। এটা কী করে হলো!
খট করে দরজা খুলে কেউ ভেতরে ঢুকে পড়লো। হালকা আওয়াজে দরজাও আঁটকে নিলো। প্রানেশা চোখ তুলে চাইতেই সামনের দৃশ্য স্পষ্ট হয়ে ভেসে উঠলো ইভানানের চেহারা। আবছা আলোয় কী ভয়ংকর দেখাচ্ছে নীল চোখদ্বয়! প্রানেশা পেটের কাছটা খামচে ধরে রেখেছে। চিনচিনে ব্যথা উঠছে। ছয় মাসের পর থেকেই এমন ব্যথা করে। আজ পরিমাণ বেশী। শরীর নাড়াতে না পেরে ব্যথাটা বেড়ে যাচ্ছে। ইভানান বেডের মাঝ বরাবর টানটান হয়ে শুয়ে পড়লো। প্রানেশার হাত মৃদু কাঁপছে। ইভানান যদি খারাপ কিছু তার সাথে করার চেষ্টা করে, এই রকম শরীর নিয়ে প্রানেশা হয়তো কুলিয়ে উঠতে পারবেনা। এ ভেবেই অন্তরআত্মা কেঁপে উঠলো। ইভানান অদ্ভুত স্বরে বললো –
‘স্রোতস্বিনী! ‘
প্রানেশা ভাবনার দুয়ার থেকে বেরিয়ে গেলো। অস্থির ভাব মাথাচাড়া দিয়ে উঠছে ক্ষণে ক্ষণে। তারপরও নিজেকে সামলে সাবধানতার সঙ্গে কঠোর গলায় বললো –
‘সমস্যা কী আপনার! সুফিয়ানের কম ক্ষতি তো করেননি আপনি। তারপরও কী চান? ‘
ইভানান হাসলো ৷ ভয়ংকর হাসি। ধ্বংসের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়ে দেয়ার ন্যায় হাসি। প্রানেশার কাছে এসে কিছুটা ঝুঁকে গালের উপরে পড়ে থাকা চুলগুলো পিছনে সরিয়ে দিলো। হাসিমুখেই প্রানেশার নরম কোলে মাথা রেখে হাত ভাজ করে শুয়ে পড়লো। প্রানেশার গা অস্বস্তিতে গুলিয়ে আসতে শুরু হলো৷ দুই হাতে ধাক্কা দিয়ে মাথাটা নিচে নামিয়ে দিলো। ইভানানের ঘুমন্ত রাগ ডগমগিয়ে উঠলো। তেড়ে এসে প্রানেশার গাল চেপে ধরলো। সাপের মতো ফেনা তুলার ভঙ্গিতে বললো-
‘একদম চুপ! আমাকে রাগান্বিত করবেন না স্রোতস্বিনী
এর ফল ভালো হবে না ‘
কিছুটা সময় পর ছেড়ে দিয়ে পাশে বসলো সে। প্রানেশা ভয়ে অস্ফুটস্বরে গোঙাচ্ছে। শ্বাস প্রশ্বাস ঘন ঘন। ইভানান সেদিকে এক পলক তাকিয়ে হাস্যজ্জ্বল কন্ঠে বললো –
‘স্রোতস্বিনী, আপনি জানেন আমরা এখন কোথায় আছি? ‘
থেমে নিজে নিজেই বললো –
‘নীলগিরি ‘
উচ্ছ্বাসের সঙ্গে উঠে দাঁড়িয়ে দ্রুত পদে হেঁটে লম্বা কাঁচে ঘেরা জানালাটা খুলে দিলো। বৃষ্টির বেগ হালকা হয়ে এসেছে। সামনেই ছোট নদীর স্বচ্ছ পানির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আজকের দিনটা ইভানানের অদ্ভুত সুন্দর মনে হচ্ছে। হবেই না বা কেনো! তার স্রোতস্বিনী যে তার কাছে। কত সাধনাই না করেছে সে এই দিনের অপেক্ষায়। প্রানেশার দিকে এগিয়ে আসলো। প্রানেশা ভয়ে কাতর হয়ে গুটিয়ে বসে আছে। ইভানান গম্ভীর গলায় বললো –
‘সুফিয়ানের ক্ষতি আমি কেনো চাই জানতে চান আপনি?’
প্রানেশা স্থির হয়ে তাকিয়ে রইলো। সত্যটা তো সে জানে। তারপরও ইভানানের মুখে শুনতে মুখিয়ে আছে। ইভানান প্রানেশার কাঁধের চুল পেছনে দিয়ে বললো-
‘আমি জানি, সুফিয়ান আপনাকে ইনায়ার কথা বলেছে। ‘
থেমে আবার বললো- ‘কিন্তু, এরপরও কেনো এসব করছি জানেন? ‘
প্রানেশার কোমল গালে দুই হাত রেখে বললো –
‘শুধু মাত্র আপনার জন্য স্রোতস্বিনী!কারণটা আপনি’
প্রানেশা অবাক চোখে বললো-
‘আমি! ‘
‘হ্যা, সেই প্রথম দিন আপনাকে যখন দেখলাম জানিনা কী হয়েছিলো আমার। দুনিয়াটাই উলোট পালোট করে দিয়েছিলো। রাতের নিদ্রাহীন প্রহরের সৃষ্টি করেছিলেন। ইনায়ার মৃত্যুর প্রতিশোধ আমি অন্য ভাবে নিতে চেয়েছিলাম। ভেবেছিলাম রেয়ান আর ছোট চাচিকে চিরদিনের জন্য ওর থেকে কোনোভাবে দূরে সরিয়ে দিবো। রেয়ানটা তো বোকা ৷ ওকে নিজের আয়ত্ত্বে নিয়ে আসবো। কিন্তু, সুফিয়ান আরও একবার আমার আপনজন কেড়ে নেয়ার চেষ্টা করলো। আমার স্রোতস্বিনীকে নিজের করার চেষ্টায় উঠেপড়ে লেগেছিলো। অসহ্য লাগতে শুরু করলো আমার। দিনরাত নিজের ভালোবাসার মানুষের কথা অন্য কারো মুখে শুনতে শুনতে হৃদয়ে বিষাক্ততা ছড়িয়ে পড়ছিলো। তারপর হঠাৎ একদিন সুফিয়ানের মুখে শুনলাম আপনিও ওকে ভালোবাসেন। সহ্য করতে পারিনি আর। মনে মনে ভেবে নিলাম, আপনাকেও বিচ্ছিন্ন করে দিয়ে ওকে একেবারে নিঃশেষ করে দেবো। রেয়ানকে ধীরে ধীরে বোঝালাম সুফিয়ান ওর ভালো চায় না। রেয়ান প্রথমে বিশ্বাস না করলেও আমি বারবার এক কথা স্মরণ করানোতে বাধ্য হয়ে বিশ্বাস করলো। সবই মস্তিষ্কের খেলা। ততদিনে রেয়ান আমার বশে। ফুলপ্রুভ প্ল্যান সাজিয়ে নিলাম। যেদিন সুফিয়ানের কনসার্ট। সেদিন কনসার্টের চেয়ে বেশি আপনার সাথে দেখা করার জন্য উৎফুল্ল ছিলো৷ আমিই ওর এক্সিডেন্ট করিয়ে দিলাম।
আরেকটু সহজ হলো আমার জন্য, ওর গলায় সমস্যা
হয়ে গেলো। আমার উদ্দেশ্য ছিলো ওকে আপনার কাছে পৌঁছাতে আটকানো। যেভাবেই হোক ৷ কিন্তু গলায় আঘাত পাওয়াটা সম্পূর্ণ প্ল্যানের বাহিরে। রেয়ান যে গাইতে পারে এটা আমার প্লাস পয়েন্ট হয়ে দাঁড়ালো৷ আমি ওকেই গানের দুনিয়ায় মগ্ন করে তুললাম। ক্যারিয়ার থেকে ওর নিজের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেলো।
ততদিনে ওকে আপনার কাছে পাঠিয়ে দিলাম। আমি গেলে আপনি হয়তো আমাকে মেনে নিতেন না। কারণ কোনোকিছুই আমার সঙ্গে মিলতো না। কিন্ত, আপন ভাই হওয়ায় রেয়ানের সঙ্গে মিলে যায়। রেয়ান আমার কথায় উঠবে আর বসবে বলেই আমি ওকে আপনার কাছে পাঠালাম। রিলেশনে আপনার সাথে থাকলেও আমরা কথামতো চলতো৷ সুফিয়ানকে ইমোশনাল করে ওর সঙ্গে অস্ট্রেলিয়ায় পাড়ি জমালাম। লোকজন লাগিয়ে রাখলাম টাকা দিয়ে যাতে সুফিয়ান বাংলাদেশের কোনো খবর না পায়।
আমার উদ্দেশ্য ছিলো ওকে একটা ধাক্কা খাওয়ানো। যেদিন ওর জন্মদিন সেদিনই তনিমকে মুক্ত করে দিলাম। বোকাটা বোঝেইনি, যে সবই আমার প্ল্যান।
সুফিয়ান কীভাবে যেনো সব ঠিকঠাক করে আপনাকে বিয়ে করে নিলো৷ সেটা অনাকাঙ্ক্ষিত ছিলো বটে। ‘
প্রানেশা বিস্ময়ে বিভোর হয়ে গেছে। একজন মানুষ কতটা নিচুস্তরের হতে পারে! ঘৃণায় মুখ কুঁচকে রইলো।
ইভানান অস্থির কন্ঠে বললো-
‘আমার কিচ্ছু চাইনা স্রোতস্বিনী। আপনি আমার হয়ে যান৷ খুব ভালোবাসবো আপনাকে। আর কারো ক্ষতি করবো না ‘
প্রানেশা ধাক্কা দিয়ে গালে রাখা হাতটা সরিয়ে দিলো।
চিৎকার করে বললো –
‘পাগল আপনি। একে ভালোবাসা বলেনা। পাগলামো বলে। যে নিজের আপন বন্ধুর সঙ্গেই বিশ্বাসঘাতকতা করে সে আমাকে কী করে ভালোবাসে! ‘
ইভানান হিংস্র রুপে বললো-
‘হ্যা, পাগল হয়ে গেছি আমি! এই পাগলেরই হতে হবে আপনার। ‘
পরমুহূর্তেই আদুরে কন্ঠে বললো –
‘আপনার সন্তানকেও আমি নিজের সন্তানের চোখে দেখবো। কোনো অবহেলা হবে না। তারপরও বিয়ে করুন, আপনি আমায় ভালোবাসুন ‘
প্রানেশা কোনো কথা না শুনে নামার চেষ্টা করলো৷ কিন্তু পা দুটো নাড়াচাড়া করা যাচ্ছেই না। কী হচ্ছে বুঝতে পারছে না। ইভানান হেঁসে বললো –
‘আপনাকে ইনজেকশন পুশ করা হয়েছে। আগামী এক ঘন্টায় আপনার পায়ের অবশ ভাব সরবেনা। বৃথা চেষ্টা করে লাভ নেই ‘
প্রানেশা চিল্লাতে চিল্লাতে বললো-
‘কেনো করলেন এমন? ‘
‘এমন না করলে যে আপনি বারবার চলে যাওয়ার চেষ্টা করবেন! আপনাকে বেঁধে রাখতে হবে। কষ্ট হবে আপনার, আর তা আমি কী করে সহ্য করবো বলুন তো!’
প্রানেশা বিরক্তিতে অতিষ্ঠ হয়ে উঠলো। এ কোন পাগলের পাল্লায় পড়লো সে। এখন যে পা নাড়াতে না পেরে আরও বেশি কষ্ট হচ্ছে। এমনিতেই ছয় মাস হওয়ার পর থেকে এক জায়গায় বেশি সময় বসলে শ্বাস নিতে কষ্ট হয়। আর এখন তো ইয়াত্তাই নেই। সেই কখন থেকে পা অবশ। নাহ, এই পাগলকে অন্য কায়দায় বোঝাতে হবে। প্রানেশা বুক ফুলিয়ে শ্বাস টেনে বললো-
‘দেখুন, আপনি যা করছেন তা সবার জন্যই ক্ষতিকর। আমি বিবাহিত, কয়েক দিন পর এক বাচ্চার মা হবো৷ আমাকে বিয়ে করে কী লাভ! আমি সুফিয়ানকে ভালোবাসি। ‘
ইভানানের চোখ মুখ লাল হয়ে গেলো। তেড়েমেড়ে এসে প্রানেশার গলা চেপে ধরলো। শ্বাসরুদ্ধ হয়ে এলো প্রানেশার। মুহূর্তেই চোখ উল্টে আসতে শুরু করলো৷
আর কিছুক্ষণ এভাবে থাকলে মৃত্যু অতি সন্নিকট হবে। ইভানান রাগের মাথায় প্রানেশাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলো ফ্লোরে । প্রাণ সঞ্জিবনী ফুরিয়ে আসলো বোধ হয়। তলপেটের দিকটা ছিড়ে যাওয়ার মতো ব্যাথা অনুভব হচ্ছে।
হঠাৎ সম্বিত ফিরলো ইভানানের। নিচে নেমে উঠাতে যাবে এমন সময় কে যেনো লাথি মেরে দরজা খুলে ফেললো৷ চমকে তাকালো সেদিকে৷ সুফিয়ানের মতো মনে হলেও ধরে ফেললো এটা রেয়ান।
অনেকক্ষণ ধরেই বাহিরে দাঁড়ানো ছিলো সে৷ ইভানানের প্রতিটি কথাই শুনেছে সে৷ মস্তিষ্ক রাগে টগবগ করছে। বিশ্বাসই করতে পারছেনা যে, ভালো মানুষীর মুখোশ পড়ে কত বিচ্ছিরি এক খেলা খেলছিলো। অস্ট্রেলিয়ায় ইভানানের বাড়িতেই ছিলো। ইভানান এক সপ্তাহ ধরে বাংলাদেশে ফিরেছে। রেয়ানের অফিসের কাজ শেষ হয়ে যাওয়ায় সেও ফিরে এলো৷ ইভানানের বান্দরবনে আসার কথা বাড়ির কেয়ার টেকারের থেকে শুনলো। নীলগিরিতে কী করছে ভেবে পেলো না সে। কারণ পেইন্টিং এর কাজ এখন সিলেট ছিলো৷ ইভানান হয়তো জানতো না টেক কেয়ার ওর নীলগিরিতে থাকার কথা বলে দেবে। রেয়ান যে সব সত্যি জেনে গেছে এটা বুঝতে পারলো।
রেয়ান দ্রুত পদে এগিয়ে আসলো৷ ইভানানের দিকে তাকিয়ে বললো-
‘আমি বিশ্বাসই করতে পারছি না। তুমি এমন জঘন্য মানুষ,ছি! ‘
থেমে উত্তেজিত কন্ঠে বললো-
‘আমি সুফি ভাইকে সব বলবো। এখনই ডেকে আনছি’
প্রানেশার আর্তনাদের পরিমাণ বাড়ছে। প্রানেশার দিকে তাকিয়ে মায়া হলো তার। অজান্তেই সবার অপরাধী হয়ে গেছে সে। নিজেকেই একবার ধিক্কার দিয়ে উঠলো মনে মনে রেয়ান ।
পরমুহূর্তেই দৌড়ে বেড়িয়ে সুফিয়ানকে খবর দিতে নিলেই পেছন থেকে ইভানান পাশের ফুলদানি দিয়ে মাথায় আঘাত করলো৷ দুনিয়া ঘুরে উঠলো রেয়ানের।
ঘাড় বেয়ে নামতে লাগলো লহুর সরু লাইন। ফ্লোরে পড়ে থেকে রেয়ানের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইলো প্রানেশা। কিছুই যেনো করার নেই৷ সুফিয়ান না আসা পর্যন্ত কিছু করা সম্ভব হবে না। রেয়ান লুটিয়ে পড়লো মেঝেতে,হালকা জ্ঞান আছে । ইভানান পাগলের মতোন হাসতে হাসতে প্রানেশার দিকে ঝুঁকে বললো-
‘এত দিনের স্বপ্ন কী করে ধুলোয় মিশে যেতে দেই বলুন স্রোতস্বিনী! আপনি যে আমার বহু আকাঙ্খিত নারী। কত কিছু করেছি আমি আপনার জন্য। আপনি বাঁচলে শুধু আপনার নীল পুরুষের জন্য বাঁচবেন। যে আমার পথে বাঁধা হয়ে দাঁড়াবে তাকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেবো আমি। ‘
প্রানেশার ব্যাথার মাত্রা ছাড়িয়ে গেছে। মুখ নীলচে রঙ ধারণ করছে। সহ্য করতে না পেরে হাউমাউ করে কেঁদে উঠলো। ইভানান বললো-
‘আপনার কষ্ট হচ্ছে স্রোতস্বিনী?আরেকটু কষ্ট সহ্য করুন আমি ডাক্তার ডাকছি৷ ‘
প্রানেশাকে কোলে তুলে নিয়ে বেডে শুইয়ে দিলো। এক ঘন্টার মতো হয়ে এসেছে প্রায়। প্রানেশা পা দাপিয়ে চিৎকার করে কেঁদে যাচ্ছে। ইভানান মোবাইল নিয়ে কল করে পেছনে ফিরতেই কিছু পড়ার আওয়াজ আসলো। কিছু বুঝে ওঠার আগেই সুফিয়ান ভেতরে ঢুকে পড়লো। ইভানান চমকে উঠলো। এত কড়া নিরাপত্তা ভেঙে কী করে প্রবেশ করলো বুঝতে পারছে না সে ৷ সুফিয়ানের শরীর ঘামে ভিজে একাকার। সেই সকাল থেকে প্রানেশাকে না পেয়ে কলিজা শুকিয়ে গেছে । কোথায় যেতে পারে ভেবে কূল কিনারা পাচ্ছিলো না। ফোনটাও রাস্তায় একটা দোকানের সামনে পেলো৷ অনেক খোঁজ খবরের পর নীলগিরিতে আসার খবর পেলো শেষমেষ।
প্রানেশাকে চিৎকার করে কাঁদতে আর রেয়ানকে মেঝেতে পড়ে থাকতে দেখে সমস্ত রাগ দাউদাউ করে জ্বলজ্বল করে উঠলো৷ বন্ধুত্বের মর্যাদা রেখে এতদিনের সকল অপরাধ ক্ষমা করেছিলো। অথচ, ইভানান এখনো শুধরায়নি। এবার আর কোনো ক্ষমা নেই। সোজা ইভানানের গালে চড় বসিয়ে দিলো। কলার টেনে দুটো ঘুষি মেরে বললো-
‘তোকে এবার আর ক্ষমা করবো না৷ তুই না মরা পর্যন্ত শান্তি হবেনা আমার৷ সব সীমা লঙ্ঘন করে ফেললি ‘
ইভানানের নাক দিয়ে রক্ত ঝড়ছে৷ তারপরও মুখে হাসি। হাসতে হাসতেই বললো-
‘মার, আমিও দেখি ‘
সুফিয়ান একের পর এক ঘুষি মেরে লাথি মারতেই ইভানান পাল্টা আক্রমণ করলো৷ সুফিয়ান দুই কদম পিছিয়ে গেলো। প্রানেশার দিকে তাকাতেই দেখলো প্রায় বেহুশ হয়ে যাচ্ছে। ইভানানকে ধাক্কা দিয়ে সরিয়ে পাশে থাকা পানির গ্লাস নিয়ে রেয়ানের মুখে ছেটালো। রেয়ানের হুঁশ ফিরতেই উঠে বসলো। সুফিয়ান বললো-
‘প্রানেশাকে এখানে থেকে নিয়ে যা। ‘
রেয়ান মাথা নেড়ে প্রানেশাকে ধরে দাঁড় করালো। প্রানেশা হেলে দাঁড়িয়ে আছে। রেয়ান কয়েক কদম আগালো৷ সুফিয়ান আর ইভানানের মাঝে তখনও মারপিট চলছে। ইভানান প্রানেশার যাওয়ার পথের দিকে একবার তাকিয়ে চিৎকার স্বরে বললো-
‘ স্রোতস্বিনী, যদি আপনি আমারই না হন তাহলে আপনার বেঁচে থাকার কোনো অধিকার নেই! ‘
বলেই সুফিয়ানের প্যান্টের পকেটে গুঁজে রাখা পিস্তলটা ছিনিয়ে প্রানেশার মাথা বরাবর শুট করে দিলো। চারিদিকে আত্মচিৎকারে ভরে উঠলো। সুফিয়ানের চোখ বেয়ে নোনা জল গড়িয়ে টুপ করে পড়লো, অস্ফুটস্বরে বললো -‘আমার প্রাণ ‘

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।